জুমবাংলা ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলায় পৃথক কর্মসূচিতে ১২০টি অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও একটি বেসরকারি ফাউন্ডেশনের পক্ষ থেকে ১ হাজার শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে গতকাল এই উপহার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রকৌশলী হামিদুর রহমান, সাংবাদিক মো. আরজু, ইব্রাহিম খান সাদত, দীপক চৌধুরী বাপ্পী, রিয়াজ আহম্মেদ অপু, মো. শাহজাদা, মো. শাহজাহান সাজু, আশিকুল ইসলাম ও ফরহাদুল ইসলাম পারভেজ এবং পৌর কাউন্সিলর মীর মো শাহীন প্রমুখ। পরে ১২০টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
অপরদিকে, জেলার কসবায় ডা. নূরুল ইসলাম ভূইয়া (রুস্তম ডাক্তার) ফাউন্ডেশনের পক্ষ থেকে ১ হাজার গরীব, অসহায় ও শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল কসবার মুলগ্রাম ভূইয়া বাড়িতে গ্রামের শীতার্তদের মধ্যে এই কম্বল বিতরণ করেন জহিরুল হক ভূইয়া সাচ্চু। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।