জুমবাংলা ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলায় আজ পৌর সুপার মার্কেট-এর নির্মানকাজ শুরু হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা শহরের কোর্ট রোড এলাকায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ‘হুমায়ুন কবীর পৌর সুপার মার্কেট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খাঁন ও পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
উল্লেখ্য, পুরাতন একতলা সুপার মার্কেটটি ভেঙ্গে ৭৩ শতক জায়গার উপর নির্মিত হচ্ছে ছয়তলা বিশিষ্ট নতুন পৌর সুপার মার্কেট। এই মার্কেটের থাকবে ৫৮৪টি দোকান, চারটি লিফট, চারটি সিঁড়ি ও একটি এক্সলেটর। আরও থাকবে আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। পৌরসভার নিজস্ব তহবিল থেকে মার্কেটটির প্রাক্কলিত নির্মান ব্যয় ধরা হয়েছে ৮৮কোটি ৬০লাখ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মজিদ এন্ড সন্স এবং মোস্তফা কামাল জেভি-এর কার্যাদেশ পেয়েছে। আগামী ৩৬ মাসের মধ্যে মার্কেটের নির্মান কাজ শেষ করার কথা বলা হয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।