Advertisement
জুমবাংলা ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার মিনা শনিবার ভিমরুলের কামড়ে মারা গেছেন। খবর ইউএনবি’র।
কামরুন্নাহার মিনা বলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির মাস্টারের স্ত্রী।
স্বজনরা জানান, সকালে বাড়ির পার্শ্ববর্তী লেবু বাগানে লেবু পাড়তে গেলে বিষাক্ত পোকা ভিমরুলে কামড়ে তিনি আহত হন। এসময় ব্যথার তীব্রতায় তিনি স্টোক করেন। একপর্যায়ে অজ্ঞান হয়ে গেলে স্বজনরা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
কর্মস্থলে প্রথম যানাজা শেষে তার স্বামীর বাড়ি একই উপজেলার চেচরা গ্রামে তাকে দাফন করা হয়েছে।
কামরুন্নাহার মিনা পেশাগত জীবনে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা এবং জাতীয় পর্যায়ে দ্বিতীয় (১৯৯০) নির্বাচিত হয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।