জুমবাংলা ডেস্ক : ব্রিকসে বাংলাদেশকে অন্তর্ভুক্তির জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা।
রবিবার (৭ এপ্রিল) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার। দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, ব্রিকসে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশকে সহযোগিতা করবে ব্রাজিল। সেইসঙ্গে আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফর করবেন সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম কোনো ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। একটি সফল আলোচনা হয়েছে আমাদের মধ্যে। বৈঠকে তুলা আমদানি বৃদ্ধির বিষয়ে কথা হয়েছে, পাশাপাশি বাণিজ্যে শুল্ককমানোর কথাও বলা হয়েছে। এছাড়াও আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোতে বিনিয়োগ করার জন্য ব্রাজিলের বিনিয়োগকারীদের আহ্বান জানানো হয়েছে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান হাছান মাহমুদ।
এ বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে কারিগরি সহযোগিতা বিষয়ক চুক্তি এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।