
জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর কালুখালী উপজেলায় ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়াতে মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই উপজেলার বোয়ালিয়া গ্রামের ফুলচান রায়ের ছেলে বিমল রায় ও নীলফামারী সদর উপজেলার হরাজিত পূর্বপাড়ার তারিনী চৌধুরীর ছেলে সুজিত চৌধুরী।
গান্ধীমারা হাইওয়ে থানা ও স্থানীয় সূত্র জানায়, বিমল ও সুজিত মোটরসাইকেলযোগে কুষ্টিয়া থেকে বিমলদের বাড়িতে যাচ্ছিলেন। বোয়ালিয়া নামক স্থানে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। গান্ধীমারা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


