আন্তর্জাতিক ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক ক্ষমতাসীন টরি দলের এমপিদের দ্বিতীয় দফা ভোটেও শীর্ষ স্থান লাভ করেছেন। ফলে দলের নেতা হওয়ার পাশাপাশি তিনি বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়েও এগিয়ে থাকলেন।
![](https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2022/07/%E0%A6%8B%E0%A6%B7%E0%A6%BF-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95-1.jpg?resize=788%2C443&ssl=1)
রক্ষণশীল দলের এমপিরা তাদের দলীয় নেতা নির্বাচনের জন্য গতকাল বৃহস্পিবার দ্বিতীয় দফায় ভোট দেন। এই ভোটে তার পরের অবস্থানে রয়েছেন পেনি মরডান্ট। গত বুধবার অনুষ্ঠিত প্রথম দফা ভোটেও প্রথম হন সুনাক। উল্লোখ্য যিনি দলীয় নেতা নির্বাচিত হবেন, তিনিই হবেন পরবর্তী বৃটিশ প্রধানমন্ত্রী।
টরি দলের পক্ষ থেকে বলা হয়, গতকালের ভোটে পুনাক পান ১০১ এমপির সমর্থন। মরডান্ট পান ৮৩ ভোট। তাছাড়া লিজ ট্রুস ৬৪, কেমি বাডেনচ ৪৯ , টম তুজেনধাত ৩২ ও সুলে ব্রাভার্মান ২৭ ভোট লাভ করেন। সবচেয়ে কম ভোট পাওয়ায় এই প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন ব্রাভার্মান। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।