ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক সাকিবের দেওয়া জার্সি পরতে উন্মুখ

সাকিব আল হাসান-সারাহ ক্যাথেরিন কুক

স্পোর্টস ডেস্ক: দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। মঙ্গলবার টেস্ট ও টি-টোয়েন্টি দলপতির সঙ্গে দেখা করেন তিনি।

সাকিব আল হাসান-সারাহ ক্যাথেরিন কুক

চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে বাংলাদেশে আসেন সারাহ।

সাকিবের সঙ্গে ব্রিটিশ দূতাবাসে খেলাধুলার বিষয়ে লম্বা সময় আলোচনা করেন সারাহ। আলোচনা করেন চলমান অ্যাশেজ নিয়েও। আফগানিস্তানের সঙ্গে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজ নিয়েও আলোচনা করেন দুজন।

ব্রিটিশ হাইকমিশনারকে উপহার হিসেবে সাকিব নিজের একটি জার্সি নিয়ে যান। সাকিবের স্বাক্ষর সংবলিত সেই জার্সি পরতে সারাহ মুখিয়ে আছেন বলে জানিয়েছেন।

সারাহ নিজের টুইটারে সাকিবের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে লিখেন, ‘সাকিব আল হাসানের সঙ্গে আলোচনা সত্যিই আমি বেশ উপভোগ করেছি। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ডগড়া জয়ের পাশাপাশি আমরা আলোচনা করেছি অ্যাশেজ ২০২৩ নিয়েও। আমি নতুন জার্সিটি পরতে উন্মুখ হয়ে রয়েছি।’

এক পোস্টেই বিরাট কোহলির আয় ১৫ কোটি টাকা