ব্রিটেনে রাজপ্রাসাদে বসছে খাঁটি সোনার শৌচাগার

আন্তর্জাতিক ডেস্ক : খাঁটি সোনার শৌচাগার। ব্রিটেনের ব্লেনহেম রাজপ্রাসাদে এই শৌচাগার তৈরি হচ্ছে। রাজ পরিবারের স্নানঘরের মধ্যেই সেটি নির্মাণ করা হবে। ১৮ ক্যারাটের সোনা দিয়ে মোড়া থাকবে শৌচাগারটি। নির্মাণকাজ সম্পূর্ণ, সেটি খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য এমনটাই জানিয়েছে লন্ডনের ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকা। আমেরিকার জাজেনহেম সংগ্রহশালার পর ব্রিটেনের ব্লেনহেম রাজ পরিবার সোনার শৌচাগার নির্মাণের উদ্যোগ নিল। বর্তমান

ব্রিটেনের বিখ্যাত রাজ পরিবারগুলির মধ্যে ব্লেনহেমরা অন্যতম। ধনকুবের রাজবংশ হিসেবেও বিশ্বজুড়ে পরিচিতি রয়েছে তাঁদের। ৩০০ বছরের বেশি সময় বিলাস-বৈভবের অহঙ্কার দেখিয়ে আসছেন ব্লেনহেমরা। এবার সেই তালিকায় তাঁদের নতুন সংযোজন সোনার শৌচাগার।

অক্সফোর্ড কাউন্টিতে অবস্থিত ব্লেনহেম রাজাপ্রাসাদের যে ঘরে উইংস্টন চার্চিল জন্মেছিলেন, তার পাশেই গড়ে উঠছে সেটি। পরিকল্পনায় রাজপ্রাসাদে এই সোনার শৌচাগার তৈরির উদ্যোগ নিয়ে অত্যন্ত খুশি ব্লেনহেম পরিবারের বর্তমান প্রজন্ম এডওয়ার্ড স্পেনসার চার্চিল।

দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘রুপোর চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করলেও একটি সোনার শৌচাগার ছিল না। সেই আক্ষেপ এবার মিটতে চলছে।’

রাজ পরিবারের এই বৈভবের ‘অহঙ্কার’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার উদ্যোগেও স্পেনসার চার্চিল গর্বিত। তবে নিরাপত্তার বিষয়টি তাঁকে ভাবাচ্ছে। পাশাপাশি, সমাধানের পথও খুঁজতে শুরু করেছেন তিনি। স্পেনসার চার্চিল বলেছেন,‘নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সোনার শৌচাগার ব্যবহারে প্রাথমিকভাবে দু’টি ব্যবস্থা নেওয়া যেতে পারে। এক, সারিবদ্ধভাবে সুসংহত লাইন দেওয়ার মাধ্যমে শৌচাগারটি ব্যবহার করা যেতে পারে। দুই, দলভিত্তিক কূপন বরাদ্দ করেও সাধারণ মানুষ শৌচাগারের মধ্যে ঢুকতে পারেন।