জুমবাংলা ডেস্ক: ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের মধ্যে একটি কাস্টোডিয়াল সার্ভিস চুক্তি সই হয়েছে।
এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক লিমিটেড নতুন ওপেন-এন্ডেড মিউচুয়াল ফান্ড ‘পিএলআই এএমল ফাস্ট ইউনিট ফান্ড’ পরিচালনার জন্য পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্টকে কাস্টোডিয়াল সার্ভিস প্রদান করবে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্র্যাক ব্যাংক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্ট-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ হাফিজ উদ্দীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর ট্রানজেকশন ব্যাংকিং টিমের সিনিয়র ম্যানেজার খান মোহাস্মদ ফয়সল, অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার মোঃ আজমুল হাসান জাহিদ এবং পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্ট-এর ডিজিএম, ইনভেস্টমেন্ট মো: জামাল উদ্দীন, ডিজিএম, অ্যাডমিন অ্যান্ড এইচআর, কোম্পানি সেক্রেটারি তারেক বিন সিরাজ প্রমূখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।