জুমবাংলা ডেস্ক : ব্র্যাক ব্যাংক সম্প্রতি বেসরকারি সংস্থা পিপল’স অরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (‘পপি’)-এর সঙ্গে একটি পার্টনারশিপ চুক্তিতে আবদ্ধ হয়েছে।
এর আওতায় পপি’র কর্মীরা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এক্সক্ল্যুসিভ এমপ্লয়ি ব্যাংকিংয়ের স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন— যার মধ্যে রয়েছে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ঋণ সুবিধা, ডিপিএস, এফডি-সহ আরো বেশ কিছু সুযোগসুবিধা।
৪ নভেম্বর ২০২৪ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই সৈয়দ আব্দুল মোমেন এবং ‘পপি’র এক্সিকিউটিভ ডিরেক্টর মুরশেদ আলম সরকার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ‘পপি’র পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন ডিরেক্টর অব ফাইন্যান্স সামিমা তাসনিম এবং ডিরেক্টর অব মাইক্রোক্রেডিট মোঃ মশিহুর রহমান।
ব্র্যাক ব্যাংকের পক্ষে আরো ছিলেন সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন, রিজিওনাল হেড শেখ মোহাম্মদ ইমরান কাদের; হেড অব এমএফআই অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্স তাপস কুমার রায়, হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলাম, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার অ্যান্ড হেড অব প্রপোজিশনস জেবুন নাহার এবং ধানমন্ডি-২৭ শাখার ক্লাস্টার অ্যান্ড ব্রাঞ্চ ম্যানেজার আনোয়ার সাদাত।
‘পপি’ দেশের অন্যতম শীর্ষস্থানীয় এনজিও, যেটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি সচেতন জাতি গঠনে ভূমিকা রেখে আসছে। টেকসই উন্নয়ন, জেন্ডার জাস্টিস এবং সামাজিক সম্প্রীতির বিষয়গুলোর উন্নয়নে কাজ করে সংস্থাটি।
গ্রাহকদের চাহিদার কথা বিবেচনায় রেখে তাঁদের জন্য বিস্তৃত সুযোগ-সুবিধা সম্বলিত উন্নত এবং আনন্দদায়ক ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়ায় ব্র্যাক ব্যাংক যে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ, এই চুক্তিটি তার-ই প্রতিফলন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।