ব্লু লাইট ফিচার নিয়ে গ্লোবাল বাজারে লঞ্চ হল Redmi 14C স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Redmi 14C

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : শাওমি গ্লোবাল মার্কেটে তাদের বাজেট ক্যাটাগরির ফোন হিসাবে Redmi 14C লঞ্চ করেছে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.88-ইঞ্চির HD+ স্ক্রিন, 13MP সেলফি ক্যামেরা, Helio G81 Ultra প্রসেসর, 8GB RAM, 8GB RAM Expansion ফিচার রয়েছে। এই ফোনটিকে গত বছর লঞ্চ করা Redmi 13C ফোনটির সাক্সেসার হিসাবে লঞ্চ করা হয়েছে। এই ফোনে আগের চেয়ে নতুন ডিজাইন এবং আপগ্রেডেড ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Redmi 14C

Redmi 14C ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: Redmi 14C ফোনে 6.88 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন, 20:9 আসপেক্ট রেশিও, 120Hz রিফ্রেশ রেট, 600 নিট ব্রাইটনেস, DC ডিমিং, TÜV রীনলাঞ্চ লো ব্লু লাইট ফিচার এবং ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন রয়েছে।

প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক হেলিও G81-আলট্রা অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এতে ডুয়েল 2GHz কর্টেক্স A75 + হেক্সা 2GHz কর্টেক্স A55 CPU এবং ARM মালী 2EEMC2 GPU দেওয়া হয়েছে।

স্টোরেজ: এই ফোনটি 4GB, 6GB, 8GB LPDDR4X RAM এর সঙ্গে 128GB এবং 256GB eMMC 5.1 স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এছাড়া মেমরি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: Redmi 14C ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফির জন্য এতে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18W চার্জিং সাপোর্টেড 5160mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm অডিও জ্যাক, FM রেডিও, ডুয়েল 4G VoLTE, এইফি (2.4GHz + 5GHz), ব্লুটুথ 5.4, ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে।

ওএস: Redmi 14C ফোনটি Android 14 এবং Xiaomi HyperOS সহ পেশ করা হয়েছে।

ওজন এবং ডায়মেনশন: এই ফোনটির ডায়মেনশন 171.88×77.8×8.22mm এবং ওজন 204 গ্রাম।

অ্যানড্রয়েড ফোনের এই ফিচার এবার হাজির হলো গুগল ক্রোমে

Redmi 14C ফোনের দাম
গ্লোবাল বাজারে Redmi 14C ফোনটির প্রাথমিক দাম USD 119 অর্থাৎ প্রায় 9,900 টাকা রাখা হয়েছে। অদূর ভবিষ্যতে এই ফোনের আরও স্টোরেজ অপশন পেশ করা হবে। এই ফোনটির সাধারণ ব্যাক মডেলের মিডনাইট ব্ল্যাক এবং ড্রিমি পার্পল কালারে পেশ করা হয়েছে। অন্যদিকে ভেগান লেদার ম্যাট টাক্সচার মডেলের সেজ গ্রীন এবং স্টার ট্রেল কালার মডেল লঞ্চ করা হয়েছে।