
গাইবান্ধার পলাশবাড়ীর দিগদারী গ্রামে নিজ ঘরে বিধবা শাহিনা বেগম (৪৫) আত্মহত্যা করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, তিনি নিজের গলায় ব্লেড দিয়ে আঘাত করে প্রাণত্যাগ করেন।
উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদারী গ্রামের মৃত আজিল হকের স্ত্রী শাহিনা বেগম দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। সম্প্রতি তার স্মরণশক্তি ও মস্তিষ্কের সমস্যা দেখা দেয়। দুই সপ্তাহ আগে পরিবার তাকে ঢাকা থেকে নিজ বাড়িতে নিয়ে আসে।
ঘটনার রাতে খাবার শেষে তিনি ঘুমিয়ে পড়েন। অনেকক্ষণ পর্যন্ত ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পাওয়ায় ঘরের দরজা ভেঙে খুঁজে পাওয়া যায়, তিনি গলা কেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে ছিলেন।
হোসেনপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য মোনোয়ারুল ইসলাম জানিয়েছেন, মস্তিষ্কের সমস্যার কারণে তিনি নিজেই এই নৃশংস কাণ্ড ঘটিয়েছেন। পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভূট্টো বিষয়টি আত্মহত্যা হিসেবে নিশ্চিত করেছেন। থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে এবং মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।