প্রথম বার ব্ল্যাক ফ্রাইডে সেল চালু করেছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজ়ন। ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত তা চলবে। ফ্লিপকার্টও ২৪ নভেম্বর থেকে এই সেল চালু করেছে। যা ২৯ নভেম্বর শেষ হবে। এই সেলে একাধিক ব্র্যান্ডের স্মার্টফোনে দেওয়া হচ্ছে আকর্ষণীয় ছাড়। তাই অ্যাপলের আইফোন থেকে স্যামসং গ্যালাক্সি, ওয়ানপ্লাস থেকে রিয়েলমি বা ভিভো- বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন মিলছে তুলনায় কম দামে। কিছু ফোনে আবার সরাসরি ৫০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
ফ্লিপকার্টে আইফোন ১৬ এবং আইফোন ১৫-এর বিভিন্ন সিরিজ়ের স্মার্টফোন মিলছে আকর্ষণীয় দামে। লঞ্চের সময় আইফোন ১৬-এর দাম ৭৯ হাজার ৯০০ টাকা থেকে শুরু হয়েছে। সেই ফোনই ব্ল্যাক ফ্রাইডে সেলে মিলছে ৭১ হাজার ৯০০ টাকায়।
অ্যাপলের আইফোন ১৫ ফ্লিপকার্টে মিলছে প্রায় ১১ হাজার ৬৫১ টাকা কম দামে। এই স্মার্টফোনের অরিজিনাল দাম ৬৯ হাজার ৯০০ টাকা। এই সেলে মাত্র ৫৮ হাজার ২৪৯ টাকায় মিলছে আইফোন ১৫।
স্যামসং গ্যালাক্সি এস-সিরিজ়ের ফোনেও দারুণ ছাড় পাওয়া যাচ্ছে অ্যামাজ়ন ব্ল্যাক ফ্রাইডে সেলে। গ্যালাক্সি এস ২৩ আল্ট্রা ৫জি স্মার্টফোনের দাম ১ লক্ষ ৪৯ হাজার ৯৯৯ টাকা। এই ফোন অ্যামাজ়নে মিলছে মাত্র ৭৪ হাজার ৯৯৯ টাকায়। স্যামসং গ্যালাক্সি এস২৩ এফই ৫জি ফোনের অরিজিনাল দাম ৭৯ হাজার ৯৯৯ টাকা। অ্যামাজ়নে তা মিলছে মাত্র ৩৪ হাজার ৪৪৯ টাকায়।
এর পাশাপাশি ওয়ানপ্লাসের ফোনও বড় অঙ্কের ছাড় পাওয়া যাচ্ছে অ্যামাজ়ন এবং ফ্লিপকার্টে। ওয়ানপ্লাস ১২আর স্মার্টফোন অ্যামাজ়নে মিলছে মাত্র ৩২ হাজার ৯৯৯ টাকায়। যদিও এই ফোনের অরিজিনাল প্রাইস ৩৯ হাজার ৯৯৯ টাকা। ওয়ানপ্লাস ১২ স্মার্টফোনের আসল দাম ৬৪ হাজার ৯৯৯ টাকা হলেও অ্যামাজ়নে তা মিলছে ৫৪ হাজার ৯৯৯ টাকায়।
এর পাশাপাশি শাওমি, ভিভো, রিয়েলমির স্মার্টফোনও বড় অঙ্কের ছাড় পাওয়া যাচ্ছে। স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপ, ইয়ারবাডস, স্মার্ট টিভি, স্মার্টফোন অ্যাক্সেসরিজ়েও রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।