বড় চমক নিয়ে ফিরছেন টাইগার

টাইগার শ্রফ

বিনোদন ডেস্ক : কুখ্যাত সাইবার অপরাধী লায়লা (নওয়াজউদ্দিন সিদ্দিকী)। ম্যাজিকের মতোই একের পর এক অপরাধ ঘটিয়ে চলছে সে। তাঁকে ধরতে পারে শুধু বাবলু (টাইগার শ্রফ)। আর সেই লক্ষ্যে রাশিয়া, আফ্রিকা, চীনসহ নানা দেশে ছুটতে হবে বাবলুকে।

টাইগার শ্রফ

দুই বছর পর ‘হিরোপান্তি ২’ সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন টাইগার শ্রফ। ২০২০ সালে করোনার প্রকোপের মধ্যে মুক্তি পেয়েছিল টাইগার শ্রফের ‘বাঘি ৩’। এরপর শুধু অপেক্ষা কবে মুক্তি পাবে টাইগারের নতুন সিনেমা।

‘হিরোপান্তি ২’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল। ট্রেলারে আভাস পাওয়া যায় এই সিনেমাটি নাচ, গান, অ্যাকশনে ভরপুর। টাইগার বলেন, ‘আমি সব সময়ই লার্জার দ্য লাইফ হিরো হতে চেয়েছি। আমি চেয়েছি এমন সুপারহিরো হতে, যেটা সাধারণ মানুষ কল্পনা করবে “আমি যদি এমন হতে পারতাম!” তাই আমার সিনেমায় আর কিছু না থাকুক, এমন কিছু থাকে, যা সাধারণ মানুষ করতে পারবে না, তবে কল্পনা করতে পারবে। এই সিনেমায়ও এমন অনেক কিছু আছে।’

তবে বেশ কিছু হলিউডি সিনেমার ঝলক দেখা গিয়েছে ‘হিরোপান্তি ২’ সিনেমার ট্রেলারে। যেমন, দাবার বোর্ডের মাঝে টাইগারের হিরোগিরির যে দৃশ্য, তা মনে করিয়ে দেয় ‘হ্যারি পটার অ্যান্ড সরসরাস স্টোন’-এর শেষার্ধের কথা।

ফেসবুকে ভুলেও এই শব্দটি ভুলেও টাইপ করবেন না

এদিকে কিছু জায়গায় লায়লাবেশী নওয়াজউদ্দিনকে দেখে মাথায় আসে ‘কিক’ সিনেমার খলনায়ক শিবের কথা। তবে বাণিজ্যিক উপকরণে ভরপুর এই সিনেমা।আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে ‘হিরোপান্তি ২’। একই দিনে মুক্তি পাচ্ছে অজয় দেবগন, অমিতাভ বচ্চন ও রাকুল প্রীত সিং অভিনীত ‘রানওয়ে ৩৪’। ফলে বক্স অফিসে দুটি সিনেমার মধ্যে সংঘাত অবশ্যম্ভাবী বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।