সপরিবারে বড় দু:সংবাদ পেলেন অভিনেত্রী ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক: এই শীতের দার্জিলিং উপভোগ করার জন্য স্বামী সঞ্জয় এবং পরিবারের সকলকে নিয়ে গিয়েছিলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা। সেখান থেকে ফিরে এসে ঠাণ্ডা লাগে তার। সন্দেহ হলে পরীক্ষা করে।পরীক্ষায় দেখা যায় স্বামী সঞ্জয় ছাড়া পরিবারের সকলের ক’রোনা পজি’টিভ।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে ঋতুপর্ণা জানিয়েছেন, দার্জিলিং থেকে ফিরে বিজ্ঞাপনের কাজ ছিলেন। এ সময় তার ঠাণ্ডা লাগে।পরীক্ষা করে ক’রোনার সংক্রমণ ধরা পড়েছে।তবে আমার শাশুড়ির সংক্রমণে আক্রান্ত হয়নি। তাকে অন্য বাড়ি পাঠিয়েছি। আমরা বাড়ির উপর তলায় আইসোলেশনে আছি।

অতনু বসুর ‘অচেনা উত্তম’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন ঋতুপর্ণা। দার্জিলিংয়ে চিত্রায়ণ হয়েছে সিনেমাটির। শুটিং শেষে শীতের দার্জিলিং উপভোগ করতে সেখানে অবস্থান করছিলেন এ অভিনেত্রী। সঙ্গে ছিলেন স্বামী ও সন্তান।

এর আগে ২০২১ সালের মার্চ মাসেও ক’রোনায় আক্রান্ত হয়েছিলেন ঋতুপর্ণা। সে সময় এই অভিনেত্রী সিঙ্গাপুরে ছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, উপসর্গহীন ক’রোনা পজি’টিভ এসেছিল তার।

সম্প্রতি টালিউডপাড়ায় ক’রোনা সংক্রম’ণের তালিকা বেড়েই চলেছে। রাজ-শুভশ্রী থেকে মিমি চক্রবর্তী, দেব-রুক্মিণী, ঋদ্ধি সেন, রুদ্রনীল ঘোষ, শ্রীজাত এবং শ্রীলেখা করো’নায় আক্রান্ত হয়েছে।

ছেলের জন্য জ্বর-দুর্বলতা নিয়েই হাসপাতাল ছাড়লেন শাবনূর