বিনোদন ডেস্ক: আশির দশকের জনপ্রিয় টাইম ট্রাভেল ট্রিলজি ‘ব্যাক টু দ্য ফিউচার’। তিনটি সিনেমাই আইএমডিবির সেরা ১০০-র লিস্টে রয়েছে। মূলত এমন একটা সময় পরিচালক রবার্ট জেমেকিস (Robert Zemeckis) তার সিনেমাগুলো বানিয়েছেন, যখন এ রকম ধারার মুভি বানানোই হতো না, তার মধ্যে আবার ট্রিলজির চিন্তাও করা যায় না। অনেকেই এই ট্রিলজিকে সর্বকালের সেরা টাইম ট্রাভেল ট্রিলজি বলে থাকেন।
আমেরিকান পরিবারের এক কিশোর ‘মার্টি’, যার সঙ্গে পরিচয় হয় এক পাগলাটে বিজ্ঞানী ডক্টর ইমেট ব্রাউন ওরফে ‘ডক’। এদিকে বিজ্ঞানী ডক উদ্ভাবন করে ফেলেন একটি টাইম মেশিন! আর এই টাইম মেশিনে করে মার্টি চলে যায় ত্রিশ বছর পেছনে, পঞ্চাশের দশকের মার্কিন যুক্তরাষ্ট্রে। যখন তার বাবা-মা ছাত্রছাত্রী! সে নিজ চোখে দেখে বাবা-মায়ের তারুণ্যের দিনগুলো। ঘটে যায় কিছু ড্রামাটিক ঘটনা। চোখের সামনেই সে দেখতে পায় তার বাবা-মার মধ্যে ভালোবাসা, প্রেম, বিয়ে কীভাবে হয়েছিল। এমনই গল্প নিয়ে সিনেমাটি প্রথম মুক্তি পায় ১৯৮৫ সালে।
ব্যাক টু দ্য ফিউচারের দ্বিতীয় সিনেমাটি মুক্তি পায় ১৯৮৯ সালে। এবার মার্টি আর ডক বিংশ শতাব্দী থেকে পাড়ি দেয় একবিংশ শতাব্দীতে। এ যাত্রায় মার্টির প্রেমিকা জেনিফার পার্কার। একবিংশ শতাব্দীতে এসে তারা তাদের মধ্যবয়সী জীবন আবিষ্কার করে, যেখানে মার্টি আর জেনিফার প্রত্যক্ষ করে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসার করছে। এই ভবিষ্যৎ পৃথিবীতে তাদের ছেলেসন্তান আছে। তবে ভবিষ্যতে তার পরিবার হুমকির সম্মুখীন হয়। এক রোমাঞ্চকর রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে তাদের ভবিষ্যতের পরিবারকে রক্ষা করে, ঘটে যায় রোমাঞ্চকর সব ঘটনা। কিছুটা থ্রিলার আবহও ছিল ছবির দৃশ্যে।
এদিকে সিনেমা ট্রিলজির শেষ সিনেমাটি মুক্তি পায় ১৯৯০ সালে। এখানে ডক আর মার্টি পাড়ি জমায় সেই প্রাচীন বিংশ শতাব্দীর আমেরিকায়! এ সিনেমাটি ছিলও ওয়েস্টার্ন জনরার, বিংশ শতাব্দীর আমেরিকায় একদল আউট ল, আর এক কাউবয়ের সঙ্গে লড়াই, সদ্য সিভিলাইজড হওয়া মার্কিন সমাজের সঙ্গে খাপ খাওয়াতে অনেক চ্যালেঞ্জ পোহাতে হয় মার্টি ও ডককে। এ সিনেমায় বিজ্ঞানী ডক প্রেমের দেখা পায়।
এদিকে চমৎকার একটি গল্পের ট্রিলজিকে পূর্ণতা দিয়েছে অসাধারণ সিনেমাটোগ্রাফি এবং ভিএফএক্স। এই ট্রিলজিতে অসাধারণভাবে ভিন্ন তিনটি টাইমলাইনের আমেরিকার মানুষের জীবন যাত্রা দেখানো হয়েছে। যার সিনেমাটোগ্রাফির ছিলেন ডিয়ান ক্যান্ডি।
একটা ছবিতেই খরচ ৬০০ কোটি! ‘আরআরআর’সহ ভারতীয় সবচাইতে দামি সিনেমা যেগুলো
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।