স্পোর্টস ডেস্ক : বিশ্বরেকর্ড গড়া জুটির পর আয়ারল্যান্ডের সামনে ৩৮২ রানের বিশাল লক্ষ্য বেধে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৮৫ রানে অলআউট আইরিশরা। ফলে ১৯৬ রানের বড় ব্যবধানে জয় দিয়েই ত্রিদেশীয় সিরিজ শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ।
জন ক্যাম্পবেল আর সাই হোপ মিলে ওপেনিং জুটিতে গড়েছেন ৩৬৫ রানের বিশাল ইনিংস। ১৭৯ রানে জন ক্যাম্পবেল এবং ১৭০ রান করে আউট হন সাই হোপ।
৩৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ক্যারিবীয় পেসের সামনে লণ্ডভণ্ড হতে থাকে আইরিশদের ব্যাটিং। শুরু থেকেই উইকেট। তবে মাঝে কেভিন ও’ব্রায়েন কিছুটা লড়াই গড়ে তোলেন। তিনি করেন ৭৭ বলে ৬৮ রান।
৩০ রান করেন গ্যারি উইলসন। ২৯ রান করে আউট হন অ্যান্ডি বালবিরনি। পোর্টারফিল্ড আউট হন কেবল ১২ রান করে। ক্যারিবীয় অফ স্পিনার অ্যাশলে নার্স ৭.৪ ওভারে ৫১ রান দিয়ে নেন ৪ উইকেট। শ্যানন গ্যাব্রিয়েল নেন ৩টি। কেমার রোচ নেন ২টি এবং ১টি নেন শেলডন কটরেল।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel