বিনোদন ডেস্ক : অমিতাভ বচ্চন-হেমা মালিনী অভিনীত ‘সত্তে পে সত্তা’-র রিমেক হচ্ছে। সব পরিকল্পনামাফিক এগোলে হয়ত হৃত্বিক রোশন ও ক্যাটরিনা কাইফকে দেখা যাবে সে ছবিতে। ফারহা খান তৈরি করবেন ছবিটি। কিন্তু জানেন কি প্রথমে এ ছবির রিমেক করতে চেয়েছিলেন সোহেল খান। বলিউডের ভাইজান সালমান খানের ছোট ভাই। বেশ কয়েক বছর আগে এ ছবির রিমেকের কাজে হাত দেওয়ার কথা ছিল সোহেলের। ছবির স্বত্ব কিনে নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু তা আর হয়নি। আর তার জন্য দায়ী সালমান খানই।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সোহেল খানই প্রথম চলচ্চিত্র নির্মাতা যিনি ‘সত্তে পে সত্তা’র স্বত্ব কিনতে চান। তিনি চেয়েছিলেন অমিতাভ বচ্চনের চরিত্রে সালমান খান অভিনয় করুন। কিন্তু সে সময় সালমানের ব্যস্ততা তুঙ্গে। ২০১৯ পর্যন্ত নতুন ছবিতে হাত দেওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না।
এদিকে সোহেলও ভাই ছাড়া অন্য কাউকে নিয়ে ছবি করতে নারাজ। ফলে সে ছবি আর বাস্তবের মুখ দেখেনি। সূত্রের খবর, এরপর ফারহা ছবিটি করতে আগ্রহ দেখান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।