জুমবাংলা ডেস্ক: বরগুনার আমতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদীতে নান্নু বয়াতি নামে এক জেলের বড়শিতে ১৫ কেজি ওজনের বিশাল একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে মাছটি ধরা পড়ে। খুচরা মাছ বিক্রেতা আ. জব্বার চৌকিদার সাড়ে ১২ হাজার টাকায় মাছটি নান্নু বয়াতি কাছ থেকে কিনে নেন। পরে তিনি ফরিদপুরের এক ব্যবসায়ীর নিকট ১৫ হাজার টাকায় বিক্রি করেন।।
নান্নু বয়াতি জানান, উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী এলাকায় বৃহস্পতিবার বিকালে পায়রা (বুড়িশ্বর) নদীতে বড়শি পেতে মাছের জন্য অপেক্ষা করছিলাম। রাত ৮টার দিকে বুঝতে পারি বড়শিতে বড় একটি মাছ ধরা পড়েছে। অনেক কষ্টে মাছটি নৌকায় তুলে দেখি এটি বিশাল বড় পাঙ্গাশ মাছ।
তিনি আরও জানান, রাত ৯টার দিকে মাছটি নিয়ে আমতলী পৌর শহরের মাছ বাজারে নাহিদ মৎস্য আড়তে গেলে খুচরা মাছ বিক্রেতা আ. জব্বার চৌকিদার সাড়ে ১২ হাজার টাকায় মাছটি কিনে নেন।
নাহিদ মৎস্য আড়তের মালিক ফোরকান চৌকিদার জানান, পায়রা (বুড়িশ্বর) নদীর এতবড় পাঙ্গাশ মাছ গত ২/১ বছরের মধ্যে আমার আড়তে আসেনি।
আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) শহিদুল ইসলাম বলেন, সাগর এবং নদীতে বিভিন্ন সময়ে মাছ ধরা জন্য নিষেধাজ্ঞা থাকায় এখন নদ-নদীতে পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ অবাধ চলাচলের সুযোগ পেয়ে দ্রুত মাছগুলো বৃদ্ধি পাচ্ছে। এজন্য জেলেরা এখন নদ-নদীতে বড় বড় সাইজের মাছ পাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।