বেশ চটপটে স্বভাবের স্পষ্টভাষী অভিনেত্রী। সমালোচকদের কথা গায়ে না মেখে সবসময় নিজের ইচ্ছে মতোই ছুটে চলেন তিনি। ভালোবেসে আপন করে নিতে পারেন মানুষকে, বলছি ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম গ্ল্যামার নায়িকা পরীমণির কথা।
রিল লাইফ থেকে রিয়েল লাইফ—দুই জায়গাতেই তাকে নিয়ে নানা সমালোচনা থাকলেও সব কিছুকে পেছনে ফেলে একজন সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবেই এখন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
দেশের গণ্ডি পেরিয়ে টালিউডের সিনেমায় নাম লিখিয়েছেন পরীমণি। কলকাতার ‘ফেলুবকশি’ নামের সিনেমা দিয়ে অভিষেক হলো তার।
এদিকে, ভালোবাসার মাসে ‘সঠিক মানুষ’ না চেনার আক্ষেপ জানালেন পরীমণি। শুক্রবার দিবাগত রাতে প্রপোজ ডে-তে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জীবনের তিনটি অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।
পরীমণি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, নিজের জীবনের কিছু গোপন তথ্য সঠিক মানুষের কাছে থাকলেই আপনি নিরাপদ থাকবেন। নয়তো আপনার জীবন নানা সমস্যায় জর্জরিত হবে।
ভক্তদের তিনটি সঠিক পরামর্শ দিতেও চেষ্টা করেন পরী।
পাঠকের জন্য নায়িকা পরীমণির পোস্টটি তুলে ধরা হলো-
আপনার জীবনের খুশিকে কে বা কারা অতি সহজে মারতে পারবে জানেন? আমার নিজের জীবন থেকে অর্জন করা তিনটি জিনিস-
১. আপনার একাউন্টের সমস্ত হিসাব যার কাছে থাকবে।
২. আপনার পার্সোনাল সিক্রেট (আপনি কীসে দুঃখ পান, কীসে আপনার আনন্দ, মোটকথা আপনার সমস্ত ইমোশন) যে বা যারা জানবে।
৩. আপনি যে বা যাদেরকে আপনার খুব কাছের মানুষ বলে জানবেন।
ব্যাস, এতেই আপনার জীবন উদ্ধার হয়ে যাবে যদি না সেই মানুষ বা মানুষেরা সঠিক না হয়।
এরপরই পরী লেখেন, আপনি ভুল মানুষে বিশ্বাস, ভরসা করবেন, মারা খাইলে তাদের দোষ দিবেন এটা তো ঠিক না বস! তাই সমস্ত সমস্যা আপনারই।
প্রসঙ্গত, নতুন বছর পরীমণি ‘ডোডোর গল্প’ ছবির শুটিং শেষ করেছেন। এই ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধে এই ছবিতে অভিনয় করছেন তিনি।
পাশাপাশি নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি। নতুন বছর ‘গোলাপ’ শিরোনামের ছবিতে নায়ক নিরব হোসাইনের বিপরীতে দেখা যাবে তাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।