
আন্তর্জাতিক ডেস্ক: চীন বলেছে, ভয়াবহ তালগোল পাকিয়ে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে আফগানিস্তান থেকে বিদায় নিয়েছে আমেরিকা। আফগানিস্তানে ২০ বছরের মার্কিন দখলদারিত্ব অবসানের পর গতকাল (মঙ্গলবার) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং। খবর পার্সটুডে’র।
২০০১ সালে নিউইয়র্ক শহরের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে হামলার ধোঁয়া তুলে তালেবান-শাসিত আফগানিস্তানে আগ্রাসন চালায় আমেরিকা। দেশটিতে আমেরিকা শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার করতে বললেও কার্যত তার কিছুই হয় নি। দীর্ঘ লড়াইয়ের পর গত রোববার তালেবান গোষ্ঠী আফগানিস্তান দখল করে নেয়, সেই সাথে মার্কিন দখলদারিত্বের অবসান ঘটে।
এ প্রসঙ্গে হুয়া চুন ইং বলেন, গত ২০ বছরে আমেরিকা আফগানিস্তানে শুধুই অস্থিতিশীলতা ও বিভক্তি সৃষ্টি করেছে এবং পরিবারগুলোকে ভেঙে তছনছ করে দিয়েছে। আফগানিস্তানে আমেরিকার ভূমিকা ছিল ধ্বংসাত্মক, মোটেই গঠনমূলক নয়।
আফগানিস্তান থেকে সমস্ত বিদেশি সেনা বের করে দিতে তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের প্রতি আহ্বান জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। পাশাপাশি আফগানিস্তান যেন সন্ত্রাসী ও উগ্রবাদীদের মিলনস্থলে পরিণত না হয় তা নিশ্চিত করার কথাও বলেন হুয়া চুন ইং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।