গোপাল হালদার, পটুয়াখালী: জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের দেবপুর খালের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার করে কয়েক হাজার মানুষ। এই খাল পারাপারে একমাত্র ভরসা একটি দড়িটানা নৌকা। শিক্ষার্থীরাও এই নৌকায় করে খাল পার হয়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়া করছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় গর্ভবতী মা ও অসুস্থ রোগীরা।
এই খালের ওপর একটি সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি স্থানীয়দের।
ধানখালী ডিগ্রি কলেজের শিক্ষার্থী হুমায়রা আক্তার জানান, ‘আমরা দক্ষিণ দেবপুর গ্রামের বাসিন্দা। দড়িটানা নৌকা করে আমাদের খাল পার হয়ে কলেজে যেতে হয়। অনেক সময় নৌকায় খাল পার হতে গিয়ে পড়ে গেছি। আবার অনেক সময় নৌকার দড়ি টানতে গিয়ে জামা কাপড় নষ্ট হয়ে গেছে। এভাবে আমরা প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছি।’
স্থানীয় বাসিন্দা কাজী নজরুল ইসলাম বলেন, ‘২০ বছর ধরে দেখছি এই অবস্থা। সরকার আসে, সরকার যায়। কিন্তু এই ঘাটে একটি সেতু হয় না। বর্ষার সময় তো প্রাণ হাতে নিয়ে পার হতে হয়।’
আইয়ুব আলী নামে স্থানীয় আরেক কৃষক বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে দড়িটানা নৌকা করে খাল পারাপার করতে হচ্ছে শিক্ষার্থীদের। মাঝেমধ্যে অনেক শিশু শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়। যোগাযোগ ব্যবস্থা খারাপের কারণে গ্রামগুলোতে দোকানপাট খুব একটা নেই। আমরা কৃষকরা আবাদকৃত জমির ফসল শহরে নিতে না পারায় বাধ্য হয়ে গ্রামে বসেই কম দামে বিক্রি করতে হয়।’
ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান টিনু মৃর্ধা বলেন, ‘খালের ওপর ব্রিজ না থাকায় এই এলাকার মানুষের ভোগান্তি দীর্ঘদিনের। আমার ইউনিয়নের যে কয়টি খালের ওপরে ব্রিজ দরকার তার প্রস্তাব পাঠিয়েছি। এই ব্রিজ হলে দুই পাড়ের অনেক মানুষের ভোগান্তি কমে আসবে।
কলাপাড়া উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ণ জানান, ‘দেবপুর খালে ৩৫ মিটার এবং ৭৫ মিটারের দুটি ব্রিজ নির্মাণের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।