স্পোর্টস ডেস্ক : বড় ভাইকে করোনা নিয়ে সতর্ক করেছিল ছোট ভাই। কিন্তু বড় ভাই সেই কথায় কান দেননি। তিনি বুঝতে পারেননি যে, পরিস্থিতি আসলে ঠিক কতটা গুরুতর! পাশের লোক করোনা আক্রান্ত থাকলেও প্রথমে বোঝা যাচ্ছে না। এমনই এক ভাইরাসের কবলে বিশ্ব। পরে যখন জানা যাচ্ছে ততক্ষণে দেরি হয়ে যায়।
যাকে নিয়ে এত গল্প, তিনি চেন্নাই সুপার কিংসের ভারতীয় পেসার দীপক চাহার। ধোনির দলের করোনা আক্রান্তদের মাঝে ১৪ অগাস্ট সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন দীপক। সেই ছবিতে কারও মুখেই মাস্ক ছিল না। দীপক চাহারের সঙ্গে সেই ছবিতে সুরেশ রায়নাও ছিলেন। তাদের মাঝে কোনোরকম সামাজিক দূরত্ব মানার বালাই ছিল না। তখনই রাহুল চাহার বলেছিলেন, ‘ভাই মাস্ক পরিসনি কেন! আর সোশ্যাল ডিসটেন্স!’ রাহুলকে দীপক জবাবে লিখেছিলেন, ‘ভাই, এখানে সবার দুই বার করে করোনা টেস্ট হয়েছে। সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। আর পরিবারের সঙ্গে থাকলে আমরা কি মাস্ক পরি!’
সেই দীপক চাহার করোনা টেস্টে পজিটিভ হয়েছেন। অনেকেই এবার বলছেন, ভাই রাহুলের কথা শোনেননি বলে খেসারত দিতে হল তাকে। বিসিসিআইয়ের আইন অনুসারে দুবাইতে আইপিএল খেলতে যাওয়া ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ৫ বার করোনা পরীক্ষা হওয়ার কথা। প্রথম দুই বার করোনা টেস্ট নেগেটিভ হলেও পরেরবার দীপকের রেজাল্ট পজিটিভ এসেছে। আর একসঙ্গে ১৩ জন করোনায় আক্রান্ত হওয়ায় চেন্নাই এখন মহাসমস্যায়। ইতিমধ্যে সুরেশ রায়না দেশে ফিরেছেন। তাছাড়া এতজন একসঙ্গে করোনা আক্রান্ত হওয়ায় আইপিএলের আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।