
শনিবার বিকালে তিনি বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন। ভাইয়ের সঙ্গে আলোচনার পর সব কর্মসূচি প্রত্যাহার করেন কাদের মির্জা।
এ সময় তিনি ওবায়দুল কাদেরের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। আবদুল কাদের মির্জার সঙ্গে এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বসুরহাট পৌরসভায় চতুর্থ বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আবদুল কাদের মির্জা। নির্বাচনে প্রচারণার সময় রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন মন্তব্য করে আলোচনায় আসেন কাদের মির্জা।
পৌরসভা নির্বাচনে বিজয়ের পর নোয়াখালী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য একরামুল করীম চৌধুরী ওবায়দুল কাদেরকে নিয়ে সমালোচনা করায় তীব্র প্রতিবাদ জানিয়ে অনশন করেন কাদের মির্জা।
ওবায়দুল কাদের ও মির্জা কাদেরের সাক্ষাত প্রসঙ্গে সেতু মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা ওয়ালিদ ফাইয়্যাজ জানান, নির্বাচন শেষে সৌজন্য সাক্ষাতের জন্য মূলত আব্দুল কাদের মির্জা ঢাকায় আসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


