ভাগ্য ফেরাতে গেলেন সৌদিতে, যাওয়ার একদিন পরই দুর্ঘটনায় মৃত্যু

ভাগ্য ফেরাতে গেলেন সৌদিতে, যাওয়ার একদিন দুর্ঘটনায় মৃত্যু

জুমবাংলা ডেস্ক : পরিবারের ভাগ্য ফেরাতে সৌদি আরব পাড়ি জমান ফেনীর দাগনভূঞার আবদুল কাদের জিলানী মোহন। তবে ভাগ্যের নির্মম পরিহাস ঘটে সেখানেই।

ভাগ্য ফেরাতে গেলেন সৌদিতে, যাওয়ার একদিন দুর্ঘটনায় মৃত্যু

সৌদি যাওয়ার পরদিনই সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। তার স্বপ্ন ছিল সৌদি আরব যাবেন। সেখানে গিয়ে কিছু একটা করবেন। ছোট ভাই-বোনকে ভালো পড়ালেখা করাবেন। কিন্তু সব স্বপ্ন তার নিমিষেই শেষ হয়ে গেল।

নিহত মোহনের গ্রামের বাড়ি তার গ্রামের বাড়ি জায়লস্কর ইউনিয়নের নেয়াজপুরে।

নিহতের পিতা খায়েজ আহাম্মদ চৌধুরী জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফ্লাইটে সৌদি আরবের মদিনায় পৌঁছে মোহন। সেখান থেকে ওইদিন সৌদি আরবের মদিনা শহর থেকে ইয়াম্বু যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, মোহন চার ভাই-বোনের মধ্যে সবার বড়। ছোট বোন আলিম পরীক্ষার্থী, অপর ছোট বোন অষ্টম শ্রেণি ও ছোট ভাই ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। পরিবারের স্বপ্ন পূরণ করতে প্রবাসে গিয়েছিল। ২১ বছর বয়সী কিশোর সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবার। তার ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের উচ্চ মহলের প্রতি দাবি জানান তিনি।

কোটি টাকা দিয়ে নীতা আম্বানি কিনলেন এই ডল, সমালোচনার ঝড়