বিনোদন ডেস্ক : চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ। এ উপলক্ষে এফসিডিতে অভিনয়শিল্পীদের মিলনমেলা বসেছে। অনেক শিল্পীই দীর্ঘদিন পর তাদের প্রিয় কর্মস্থলে এসেছেন। ভোট দিতে এসে স্মৃতিকাতর হয়ে পড়েন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
Advertisement
তিনি আরটিভি নিউজকে বলেন, ‘বছর খানেক পর এফডিসিতে এলাম। এসে মনটা খারাপ হয়ে গেলো। দেখলাম দুই এবং তিন নম্বর ফ্লোর ভেঙে ফেলা হয়েছে।’
আমিন খান আরও বলেন, ‘এই দুটি ফ্লোরে জীবনের হাজার হাজার স্মৃতি জড়িয়ে আছে। অনেক আড্ডা, সিনিয়র শিল্পী, সিনিয়র টেকনিশিয়ানদের সঙ্গে শুটিংয়ের স্মৃতি রয়েছে এখানে। ভাঙা ফ্লোরগুলো দেখে মনটা কেঁপে উঠেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।