ভাড়া নেওয়া কম্পিউটার দিয়ে শুরু করে আজ 100 কোটির ব্যবসার মালিক অঙ্কিতা

ভাড়া নেওয়া কম্পিউটার দিয়ে শুরু করে আজ 100 কোটির ব্যবসার মালিক অঙ্কিতা

আন্তর্জাতিক ডেস্ক : বাঙালি ব্যবসা পারে না, এমন অপবাদ বিস্তর রয়েছে। যদিও তাঁদের মধ্যে অনেকেই নামই শোনেননি বর্ধমানের মেয়ে অঙ্কিতার। এই বাঙালি কন্যা কিন্তু বাঙালির ব্যবসা করতে না পারার দুর্নাম ঘুচিয়েছেন। অঙ্কিতা নন্দী, যিনি কলকাতা ভিত্তিক কোম্পানি টায়ার 5-এর সহ-প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর। 2015 সালে তিনি ও তাঁর মার্কিন স্বামী মিলে প্রতিষ্ঠা করেছিলেন এমন একটি কোম্পানি যেটি অন্য ব্যবসার জন্য নানা সহযোগী জিনিস তৈরি করে দেবে। বর্তমানে অঙ্কিতা নন্দীর কলকাতার সল্টলেকে অফিস রয়েছে। যেখানে প্রায় 100 কর্মী চাকরি করেন।

 ভাড়া নেওয়া কম্পিউটার দিয়ে শুরু করে আজ 100 কোটির ব্যবসার মালিক অঙ্কিতা

যদি অঙ্কিতার জীবনের শুরুটা দেখা হয়, সেক্ষেত্রে তাঁর উঠে আসা বর্ধমান জেলা থেকে। একেবারেই মধ্যবিত্ত পরিবার থেকেই তিনি আজ অন্যতম বাঙালি মহিলা ব্যবসায়ী। খুব ছোট বয়স থেকেই তিনি কোম্পানি তৈরি করতে চেয়েছিলেন। কলেজে পড়াকালীন সময়েই ফটওয়্যার বানানো শুরু করেন তিনি। নিজের শহরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেই ইঞ্জিনিয়ারিং পাশ করেন তিনি। পরে 2015 সালে জিন ভঘনের সঙ্গে একযোগে প্রতিষ্ঠা করেন নিজের কোম্পানি।

বর্তমানে কোম্পানির 1500 -এর বেশি গ্রাহক রয়েছে। কোম্পানির মূল অফিস রয়েছে আমেরিকার ইন্ডিয়ানাতে। এছাড়া কলকাতাতেও অফিস রয়েছে টায়ার 5 -এর। 25টি সফ্টওয়্যার প্রোডাক্ট রয়েছে কোম্পানির ঝুলিতে।