জুমবাংলা ডেস্ক : বাগেরহাট শহরে অভিযান চালিয়ে ১৬ লাখ জাল টাকাসহ ১ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার বিকালে শহরের দশানী এলাকার একটি ভাড়া বাসা থেকে টাকাসহ এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গ্রেফতার ফয়সাল ইউসুফ (৩০) বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের বারোদাঁড়িয়া গ্রামের মহিউদ্দীন শেখের ছেলে।
উদ্ধার হওয়া জাল টাকার মধ্যে ১৫ লাখ পাঁচশ টাকার নোট এবং এক লাখ ১০০ ও ২০০ টাকার নোট রয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. রাসেলুর রহমান সাংবাদিকদের বলেন, ছয় মাস আগে বাগেরহাট শহরের দশানী এলাকার কামাল নামের এক ব্যক্তির বাড়ির ষষ্ঠতলা ভাড়া নেন ফয়সাল ইউসুফ। এই বাড়িতে জাল টাকার সরঞ্জাম বসিয়ে ফয়সাল জাল টাকা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে এই গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযানে যায়। সেখানে তল্লাশি চালিয়ে পাঁচশ, একশ ও দুইশ টাকার জাল নোট নিয়ে মোট ১৬ লাখ টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। এ সময় পুলিশ ফয়সাল ইউসুফকে গ্রেপ্তার করেছে।
তিনি বলেন, ঈদকে সামনে রেখে এই চক্রটি জাল টাকা তৈরি করে বাজারে সরবরাহ করছে বলে ধারণা করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা জানতে ফয়সালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।