অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা রামান্না। কন্নড় সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী রূপালি জগতে ভাবনা নামেই পরিচিত। ব্যক্তিগত জীবনে এখনো অবিবাহিত ৪০ বছর বয়সি এই অভিনেত্রী। এবার এই অভিনেত্রী জানালেন- জমজ সন্তানের মা হতে যাচ্ছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেবি বাম্পের কয়েকটি ছবি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে মা হতে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভাবনা। আইভিএফ (ইন-ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতিতে সন্তান জন্ম দিতে যাচ্ছেন।
উচ্ছ্বসিত ভাবনা বলেন, নতুন অধ্যায়, নতুন ছন্দ। আমি কখনো কল্পনাও করিনি এই কথা বলতে পারব। কিন্তু এখন আমি ৬ মাসের অন্তঃসত্ত্বা। জমজ সন্তান আসছে। আমি কৃতজ্ঞ।
এ বয়সে মা হওয়ার বিষয়ে ভাবনা বলেন, আমার বয়স যখন ২০ এবং ৩০ বছর, তখন মাতৃত্ব নিয়ে ভাবিনি। যখন আমার বয়স ৪০, তখন ইচ্ছাটা অপ্রতিরোধ্য হয়। কিন্তু অবিবাহিত নারী, সুতরাং এই যাত্রা সহজ নয়। অনেক আইভিএফ ক্লিনিক আমাকে ফিরিয়ে দেয়।
পরের ঘটনা বর্ণনা করে ভাবনা বলেন, তারপর আমি ডা. সুষমার সঙ্গে দেখা করি। কোনো ভাবনাচিন্তা ছাড়াই তিনি আমাকে স্বাগত জানান। তার সহযোগিতায় এবং প্রথম প্রচেষ্টাতেই গর্ভধারণ করি।
অনাগত সন্তানদের পিতৃপরিচয় নিয়ে ভাবনা বলেন, আমার সন্তানদের বাবা থাকবে না এটা ঠিক। কিন্তু আমার বাড়িতে শিল্প-সংস্কৃতি, সংগীত এবং সীমাহীন ভালোবাসা নিয়ে বড় হবে। তারা মানুষ হিসেবে দয়ালু, আত্মবিশ্বাসী হবে। তারা যেখান থেকে এসেছে, তা নিয়ে গর্বিত হয়ে বেড়ে উঠবে। সূত্র: ইন্ডিয়া.কম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।