ভারত থেকে ঢাকায় এলো কো‌ভি‌শি‌ল্ডের ১০ লাখ টিকা

জুমবাংলা ডেস্ক: ভার‌তের সেরাম ইন‌স্টিটিউট থে‌কে ক‌রোনার ১০ লাখ ডোজ কো‌ভি‌শি‌ল্ডের টিকা দে‌শে পৌঁছে‌ছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে শ‌নিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় টিকাগু‌লো পৌঁছায়।

স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বলেন, ভারতের সেরাম ইন‌স্টি‌টিউট থে‌কে ১০ লাখ কো‌ভি‌শি‌ল্ডের টিকা সন্ধ্যা ৫টা ৫৪ মি‌নি‌টে এসে পৌঁছে‌ছে।

এর আগে, ঢাকার ভারতীয় হাইক‌মিশন এক ক্ষু‌দে বার্তায় সন্ধ্যায় টিকা আসার বিষয়টি জানায়।

সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ( কোভিশিল্ড ) টিকার তিন কোটি ডোজ কিনতে চুক্তি করেছিল সরকার। কিন্তু ৭০ লাখ ডোজ আসার পর ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়, ফলে আর চালান আসেনি।