Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ভারত থেকে ২শ’ ট্রাক পেঁয়াজ আসছে বাংলাদেশে
অর্থনীতি-ব্যবসা

ভারত থেকে ২শ’ ট্রাক পেঁয়াজ আসছে বাংলাদেশে

Saiful IslamSeptember 19, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে গেল সপ্তাহে পেঁয়াজ রফতানি বন্ধ করে ভারত। এতে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায় দ্বিগুণের বেশি। তবে ভারতের রপ্তানি বন্ধের সিদ্ধান্তের আগেই বাংলাদেশের স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা হয় শত শত ট্রাক ভর্তি পেঁয়াজ। রপ্তানি বন্ধের সিদ্ধান্তের নির্দেশ দেয়ার পর, এলসি, গেটপাসসহ প্রয়োজনীয় কাগজপত্র হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ সরবরাহ করার পরও ব্যবসায়ীদের এসব পেঁয়াজ আটকে দেয় ভারত।

এবার আটকে পড়া এসব পেঁয়াজ ছাড় করার অনুমতি দিয়েছে ভারতীয় সরকার। শনিবার থেকে এসব পেঁয়াজ হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে প্রবেশ করবে বলে জানানো হয়েছে। তবে গত সোমবার বা তার আগে চালান করা হয়েছে এমন পণ্যই শুধু অনুমোদনের আওতা ভূক্ত হবে। সোমবারের পরে এলসি করা বা চালান করা পণ্য এই নির্দেশনার আওতা ভূক্ত নয়। তাই বাংলাদেশের ব্যবসায়ীদের এলসি করা যে সকল পেঁয়াজ পচে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে তার মধ্যে কিছু সংখ্যক পেঁয়াজ নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুনুর রশীদ হারুন জানান, ‘অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে গত সোমবার থেকে ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এতে করে আমাদের ২শ’ ট্রাক পেঁয়াজ দেশে প্রবেশের অপেক্ষায় ভারতের অভ্যন্তরে কয়েকদিন ধরে আটকে ছিল। একইসঙ্গে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির জন্য এলসি দেওয়া ছিল। এগুলোর কার্যক্রম বন্ধ রেখেছিল তারা।’

তিনি বলেন, ‘গত মঙ্গলবার ভারতীয় ব্যবসায়ীরা আমাদের জানিয়েছিলেন যে ১৪ তারিখের পূর্বে এলসির বিপরীতে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়া পেঁয়াজগুলো রফতানির অনুমতি দিতে পারে ভারত সরকার। সে মোতাবেক বুধবার বাংলাদেশে পেঁয়াজ প্রবেশের কথা ছিল। কিন্তু, তখন অনুমতি মেলেনি। ফলে গত পাঁচ দিন দেশটি থেকে রফতানি বন্ধ রাখায় ৯ থেকে ১০ আগে লোড করা পেঁয়াজগুলো ট্রাকে ত্রিপল বাঁধা অবস্থায় রয়েছে। অতিরিক্ত গরম ও বৃষ্টিতে অনেক ট্রাকের পেঁয়াজে পচন ধরতে শুরু করেছে।’

এ অবস্থায় ভারতীয় ব্যবসায়ীদের চাপের মুখে শুক্রবার দিল্লির বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। এতে গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকারের রফতানি বন্ধের সিদ্ধান্তের আগে এলসির বিপরীতে টেন্ডার হওয়া পেঁয়াজগুলো রফতানির অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

বিষয়টি ভারতীয় রফতানিকারকরা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ। সে মোতাবেক আগামীকাল শনিবার হিলি স্থলবন্দর দিয়ে ভারতের অভ্যন্তরে আটকে থাকা সোমবারের (১৪ সেপ্টেম্বর) পূর্বের টেন্ডার সম্পন্ন হওয়া পেঁয়াজ গুলো দেশে প্রবেশ করবে।

এসব পেঁয়াজ দেশে প্রবেশ করলে দেশে পেঁয়াজের দাম নিয়ে যে অস্থিরতা বিরাজ করছে তা কমে আসবে। একইসঙ্গে আমরা ভারতীয় রফতানিকারকদের জানিয়েছে, আমাদের এলসির বিপরীতে সব পেঁয়াজ যেন দেওয়া হয়, তারা আমাদের আশ্বস্ত করেছেন বিষয়টি দেখবেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Related Posts
সোনার দাম

দেশের বাজারে আরো বাড়ল সোনার দাম, ভরিতে যত টাকা

December 15, 2025

আবারও বিকাশের ব্র্যান্ড এনডোর্সার হলেন মেহজাবীন

December 15, 2025
মোবাইল ফোনের দাম

কমে যেতে পারে মোবাইল ফোনের দাম

December 15, 2025
Latest News
সোনার দাম

দেশের বাজারে আরো বাড়ল সোনার দাম, ভরিতে যত টাকা

আবারও বিকাশের ব্র্যান্ড এনডোর্সার হলেন মেহজাবীন

মোবাইল ফোনের দাম

কমে যেতে পারে মোবাইল ফোনের দাম

সোনার দাম

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হবে সোনা

বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংকের ৫ হাজার কোটি টাকার ডিজিটাল লোন বিতরণ

Bank

জামানত ছাড়াই ২ লক্ষ টাকা পর্যন্ত লোন, কিস্তি মাত্র ২,০৭৬ টাকা!

Gold

দেশে সোনার দামে বড় লাফ, ভরিতে যত টাকা

Bank

সহজ শর্তে টাকা রাখার সুযোগ, সুদের হার নির্ভর করে সঞ্চয়ের ওপর

সঞ্চয়পত্র

সঞ্চয়পত্র কেনায় যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ – জেনে নিন পরিকল্পিত বিনিয়োগের কৌশল

দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন, উপহার পাচ্ছেন ক্রেতারা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.