ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত সরকারের

চাল আমদানির অনুমতি
বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, ভারত থেকে আরও চাল আমদানি করা হবে। এবার ৫০ হাজার টন চাল কেনার পরিকল্পনা করা হয়েছে। নন-বাসমতি সিদ্ধ চাল ক্রয় করা হচ্ছে বাংলাদেশের বাজারের জন্য। ২৬৫ কোটি ৭ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে এ চাল কেনা হচ্ছে।
চাল আমদানির অনুমতি
গতকাল সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অনুষ্ঠিত হয়। এ বৈঠকটি বাংলাদেশ সচিবালয়ে গতকাল অনুষ্ঠিত হয়। ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহবান করা হয়েছিলো। ভারতের মের্সাস বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের মাধ্যমে এ চাল কেনা হবে। বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতি মেট্রিক টন চালের মূল্য ধরা হয়েছে ৪৩৪ দশমিক ৫৫ মার্কিন ডলার। এতে ৫০ হাজার টন চাল আমদানিতে মোট ব্যয় হবে ২ কোটি ১৭ লাখ ২৭ হাজার ৫০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৬৫ কোটি ৭ লাখ ৫৫ হাজার টাকা।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের অ্যাগ্রো কর্প ইন্টারন্যাশনাল পিটিই, এলটিডি থেকে ৫০ হাজার টন নন বাসমতি সেদ্ধ চাল আমদানির অনুমোদন দেয়া হয়।