ভারত-পাকিস্তান ম্যাচে জঙ্গি হামলার হুমকি

ভারত-পাকিস্তান ম্যাচে

ক্রীড়াজগতে বড় আসর মানেই যেন জঙ্গি হামলার হুমকি। কদিন আগেই ইউরোপিয়ান ফুটবলের বড় আসর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দেয়া হয়েছিল এমন হামলার হুমকি। যদিও সেটা নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও এবার এমনই এক হামলার হুমকি দিয়ে রেখেছে ইসলামি স্টেট বা আইএস। বৃহত্তর এই সংগঠনের অন্তর্ভুক্ত আইএস-কে এক ছবির মাধ্যমে এই হুমকি প্রদান করেছে।

ভারত-পাকিস্তান ম্যাচে

আইএস-কে এর হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে প্রতিক্ষীত ভারত-পাকিস্তান ম্যাচকে। বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ এই ম্যাচে ‘লোন উলফ’ আক্রমণের হুমকি দিয়েছে আইএসআইএস-কে। একটি গ্রাফিক্স পোস্টারের সাহায্যে এই হুমকি দেওয়া হয়েছে। এরপরেই নিউইয়র্ক এবং নাসাউ কাউন্টিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

যে গ্রাফিক্সটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে, মাথায় হুডি পরা একটি লোকের পিঠে আগ্নেয়অস্ত্র। গ্রাফিক্সের নিচের অংশে সাদা অক্ষরে লেখা, ‘তোমরা ম্যাচের অপেক্ষায় আছো’, তার ঠিক নীচেই লাল রক্তবর্ণে লেখা, ‘…আর আমরা আছি তোমাদের অপেক্ষায়।’

গ্রাফিক্সের উপরের দিকে একটি স্টেডিয়ামের উপর ড্রোন উড়ছে, এমন ছবি দিয়ে তার উপরে লেখা, ‘নাসাউ স্টেডিয়াম। ৯/০৬/২০২৪।’ আর এক পাশে ঘড়ি লাগানো একটি ডায়নামাইটের ছবিও আছে। সবমিলিয়ে গ্রাফিক্সে হুমকি স্পষ্ট।

নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার কথাও গণমাধ্যমে উল্লেখ করেছেন, ‘একটি ভিডিয়ো যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, সন্ত্রাসী গোষ্ঠী সেই ‘লোন উলফ’ হামলার কথা জানিয়েছে। যখন একটি ম্যাচ চলাকালীন বিশাল ভিড় থাকে, তখন সব কিছুই বিশ্বাসযোগ্য মনে হয়।’

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোসুল স্টেট পুলিশকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন, ‘এই সময়ে কোন বিশ্বাসযোগ্য জননিরাপত্তার হুমকি নেই, আমরা পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছি। নিউ ইয়র্কবাসী এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমার প্রশাসন ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা এবং নাসাউ কাউন্টির সঙ্গে কয়েক মাস ধরে কাজ করছি।’

নতুন চার রেকর্ডের অপেক্ষায় এই টি-টোয়েন্টি বিশ্বকাপ

নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা উল্লেখযোগ্য ভাবে বাড়ানো হচ্ছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে, এবং স্থানীয় হাসপাতালগুলিতে সতর্ক করে রাখা হচ্ছে। হুমকিতে ড্রোন হামলার ইঙ্গিত রয়েছে। স্থানীয় কাউন্টি কর্মকর্তারা এরইমাঝে এই স্টেডিয়ামকে ড্রোনের জন্য নো-ফ্লাই জোন হিসেবে ঘোষণার জন্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে (এফএএ) অনুরোধ করেছেন।