আন্তর্জাতিক ডেস্ক : তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লি ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। এছাড়াও উত্তর ভারতের একাংশ। কম্পনের কেন্দ্রস্থল ছিল পাকিস্তানে ৷ পাক-অধিকৃত কাশ্মীরেও ভূমিকম্প অনুভূত হয়েছে ৷
জম্মু ও পাঞ্জাবেও কম্পন টের পাওয়া গিয়েছে৷ পাকিস্তানে ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে৷
আজ, মঙ্গলবার বিকাল ৪.৩৫ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর ভারতের একাংশ৷ দিল্লি ছাড়া কম্পন অনুভূত হয়েছে চণ্ডীগড়, কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীরের একাংশ, ইসলামাবাদ এবং খাইবার পাখতুন অঞ্চলে ৷
জম্মু-কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চের পাশাপাশি দিল্লি ও চণ্ডীগড়েও ভালমতোই কম্পন অনুভূত হয় এদিন ৷
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-সহ বিস্তীর্ণ অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে৷ ভূমিকম্পের কেন্দ্রস্থল রাওয়ালপিন্ডির কাছাকাছি একটি অঞ্চল৷ গভীরতা ভূ-পষ্ঠ থেকে মাত্র ১০ কিমি-র মধ্যে হওয়ায় ভয়াবহ কম্পন অনুভূত হয় এদিন৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।