স্পোর্টস ডেস্ক: পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শুরুটা দারুণ হয়েছিল ভারতের। হংকংকে হারিয়ে জয়ের সেই ধারা অব্যাহত রাখে রোহিত শর্মার দল। এরপরই টিম ইন্ডিয়া বড় ধাক্কাটা খায় রবীন্দ্র জাদেজা ইনজুরিতে পড়ায়। শুরুতে বলা হয়েছিল এশিয়া কাপে খেলতে পারবেন না তিনি। নতুন খবর হলো, এশিয়া কাপের পাশাপাশি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হবে না তার। খবর হিন্দুস্তান টাইমসের।
জাদেজা হাঁটুতে যে চোট পেয়েছিলেন, তার জন্য অস্ত্রোপচার করাতে হবে তাকে। অস্ত্রোপচার শেষে মাঠে ফিরতে কতদিন লাগতে পারে, তা এখনও বলা যাচ্ছে না। এদিকে কয়েকদিনের মধ্যেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে ভারত। অর্থাৎ তার স্কোয়াডে থাকা একপ্রকার অসম্ভবই বলা চলে।
ভারতীয় দলে অন্যতম ভরসা রবীন্দ্র জাদেজা। দলের প্রয়োজনের মুহূর্তে ব্যাট কিংবা বল হাতে তার মুন্সিয়ানা অনেকবারই দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছে। এশিয়া কাপের পাশাপাশি বিশ্বকাপেও রোহিতের ‘বাজির ঘোড়া’ হতে পারতেন জাদেজা। তবে চোটে পড়ে দুই টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তিনি। তার বদলে এশিয়া কাপের দলে নেয়া হয়েছে অক্ষর প্যাটেলকে।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে জয়ে বড় ভূমিকা ছিল জাদেজার। চারে ব্যাট করতে নেমে ২৯ বলে ৩৫ রান করেন তিনি। হংকংয়ের বিপক্ষে ব্যাটিংয়ে নামতে না হলেও বল হাতে চার ওভারে ১৫ রান দিয়ে নিয়েছিলেন এক উইকেট। এশিয়া কাপে ভারতের সফলতম বোলারও জাদেজা। টুর্নামেন্টটিতে তার উইকেট সংখ্যা ২৩। এর আগে সর্বোচ্চ উইকেটশিকারের রেকর্ড ছিল ইরফান পাঠানের (২২ উইকেট)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।