স্পোর্টস ডেস্ক : ২০১৭ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা টেস্টের কথা মনে আছে? ওই ম্যাচে প্রবল বায়ুদূষণের কারণে ক্রিকেটারেরা মুখে মাস্ক পরতে বাধ্য হন। অনেকে আবার অসুস্থ হয়ে পড়েছিলেন। যা নিয়ে প্রবল অস্বস্তির মধ্যে পড়তে হয়েছিল ভারতীয় বোর্ডকে। সেই পরিস্থিতি যে এবারও হবে না, তার নিশ্চয়তা কেউ দিতে পারছেন না। ্আজ দীপাবলির রাত। ভারতের রাজধানীতে শব্দদূষণের সঙ্গে বায়ুদূষণও যে ভয়ঙ্কর আকার নিতে চলেছে, তা নিয়ে কারও সন্দেহ নেই।
ইতোমধ্যে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) দিল্লির আবহাওয়াকে ‘খুব খারাপ’ বলে চিহ্নিত করেছে। একিউআইয়ের মান অনুযায়ী, দিল্লিতে বাতাসে দূষণের মাত্রা ৩০১-৪০০। যা শ্বাসকষ্টের সঙ্গে শারীরিক অসুস্থতারও কারণ হতে পারে। ফলে প্রশ্ন উঠছে, এই অবস্থায় ভারত বনাম বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ কেন দিল্লিতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো? যদিও এই বিষয় নিয়ে ভারতীয় বোর্ড জানিয়েছে, রাজধানীর বায়ুদূষণ ক্রিকেটারদের উপরে কোনো প্রভাব ফেলবে না।
সংবাদসংস্থা পিটিআই-কে শনিবার বোর্ডের এক আধিকারিক বলেছেন, ‘দীপাবলির পরে দিল্লির বাতাসে দূষণের মাত্রা যে বেড়ে যায়, সেটা আমরাও জানি। তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের নেই। তবে যেহেতু দীপাবলির এক সপ্তাহ পরে ম্যাচ হবে, তাই ধরে নেওয়া যায় ক্রিকেটারদের তেমন কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। তাদের স্বাস্থ্য সংক্রান্ত অস্বস্তিতে পড়তে হবে না।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘বাংলাদেশ দলের সফর-সূচি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে তারা দিল্লিতে প্রথম পা রাখবে এবং কলকাতা থেকে দেশে ফিরে যাবে। সেই মতো সফরের প্রথম ম্যাচ উত্তরে রেখে ক্রমশ তাকে নিয়ে যাওয়া হয়েছে পশ্চিমে (নাগপুর, রাজকোট, ইন্দোর) এবং দেশের পূর্ব প্রান্তে (কলকাতা)। মনে হয় না, বাংলাদেশ দলকে সমস্যায় পড়তে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।