স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। স্মরণীয় এই জয়ে আবার আইসিসি পুরুষ ক্রিকে বিশ্বকাপ সুপর লিগের পয়েন্ট টেবিলে শক্তিশালী ভারতকে পেছনে ফেলল টাইগাররা। বর্তমানে তিনে উঠে এসেছেন তামিম-সাকিবরা। রোহিত-কোহলিদের ভারত চারে চলে গেছে।
নাজমুল হোসেন শান্তর অভিষেক সেঞ্চুরি এবং তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিমের ব্যাটে আইরিশদের বিপক্ষে গতকাল ৩ উইকেটের দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
আয়ারল্যান্ডের বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। যেখানে সব মিলিয়ে এটি থাকছে দুই নম্বরে। এর আগে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২১ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। এছাড়া ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের দেড়শতম জয়ের মাইলফলক এটি। ৪১১ ম্যাচ খেলে এই কীর্তি অর্জন করেছে তারা। বিপরীতে হেরেছে ২৫২ ম্যাচ। ফল আসেনি বাকি ৯টিতে।
নিরপেক্ষ ভেন্যু ইংল্যান্ডের চেমসফোর্ডে দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করা আইরিশরা ৩১৯ রানের বিশাল সংগ্রহ গড়ে। হ্যারি টেক্টরের অনবদ্য ১৪০ ও জর্জ ডকরেলের ঝড়ো ৭৪ রানে এই সংগ্রহ তোলে তারা। জবাবে ব্যাট করতে নেমে শান্তর সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ও ইনিংসের ৩ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
গতকাল মাঠে নামার আগে সুপার লিগের বাংলাদেশের অবস্থান ছিল চারে। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ছিল ১৩৫ পয়েন্ট। ২১ ম্যাচে ভারতের সংগ্রহ ১৩৯ পয়েন্ট। তবে আইরিশদের ৩ উইকেটে হারিয়ে আরও ১০ পয়েন্ট যোগ হওয়ায় বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় ১৪৫-এ। যার ফলে ভারতের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে তিনে উঠে এসেছে বাংলাদেশ। ২৩ ম্যাচে তামিমবাহিনীর জয় ১৪টি। ২১ ম্যাচে ভারতের জয় ১৩টি।
এদিকে বাংলাদেশের ওপরে আছে কেবল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। দুইয়ে থাকা ইংলিশদের পয়েন্ট ১৫৫ এবং শীর্ষে থাকা নিউজিল্যান্ডের সংগ্রহ ১৭৫ পয়েন্ট। আর ১৩০ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান পাকিস্তানের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।