স্পোর্টস ডেস্ক: ভারতকে নিজেদের সর্বনিম্ন টেস্ট সংগ্রহের লজ্জায় ডুবিয়ে বড় জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেড ওভালে সফরকারীদের দেয়া ৯০ রানের লক্ষ্য ২১ ওভারে ২ উইকেট হারিয়ে টপকে যায় টিম পেইনের দল।
শনিবার মাত্র ৩৬ রানেই গুটিয়ে যায় বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারত। স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে এই লজ্জার রেকর্ড গড়ে পূজারা-রাহানেরা।
প্রথম ইনিংসে ভারতীয়রা অলআউট হয় ২৪৪ রানে। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া করে ১৯১ রান। এরপর আবার ব্যাট করতে নেমে অজি বোলারদের দাপুটে বোলিংয়ে মাত্র ৩৬ রানেই শেষ হয় ভারতের ইনিংস।
কোনও ব্যাটসম্যান পৌঁছাতে পারেননি দুই অংকে। দলের পক্ষে মায়াঙ্ক আগারওয়াল করেন সর্বোচ্চ ৯ রান। এটি টেস্ট ইতিহাসে সপ্তম সর্বনিম্ন স্কোরের রেকর্ড। আর ১৯৭ সালে করা নিজেদের ৪৬ রানের সবচেয়ে কম রানের ইনিংসের রেকর্ড ভেঙেছে ভারতীয়রা।
ম্যাচের তৃতীয় দিনে রবি শাস্ত্রীর শিষ্যদের থেকে পাওয়া সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৭০ রানের উদ্ধোধনী জুটি গড়েন ম্যাথু ওয়েড ও জো বার্নস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


