ভারতবিরোধী প্রপাগান্ডা ছড়ানোর দায়ে চ্যানেল-ওয়েবসাইট নিষিদ্ধ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: পাকিস্তান থেকে ভারতবিরোধী প্রপাগান্ডা ছড়ানো ২০টি ইউটিউব চ্যানেল এবং দুটি ওয়েবসাইট নিষিদ্ধ করেছে নয়াদিল্লি। ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, নিষিদ্ধের তালিকায় থাকা ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে ১৫টিই নয় নয়া পাকিস্তান গ্রুপের। অন্যগুলো হলো ‘দ্য নেকড ট্রুথ’, ‘৪৮ নিউজ’ এবং ‘জুনাইদ হালিম অফিসিয়াল’।

ওইসব ইউটিউব চ্যানেলগুলোর মোট গ্রাহক সংখ্যা ৩৪ লাখের বেশি। ভারত সম্পর্কিত যেসব কনটেন্ট রয়েছে, তার ভিউ হয়েছে ৫০০ মিলিয়নেরও বেশি।

ভারতের সরকারি কর্মকর্তারা বলছেন, ইউটিউব এবং টেলিকম বিভাগকে চিঠি লিখে অবিলম্বে এগুলো ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এগুলো ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে প্রভাবিত করে।

অনলাইনে এসব প্রপাগান্ডার পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত হিসেবে মনে করছেন ভারতের কর্মকর্তারা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

স্ক্রিন বন্ধ রেখেও যেভাবে ইউটিউবে গান শোনা যায়