ভারত ও বাংলাদেশে যারা স্যামসাং স্মার্টফোনের ভক্ত তাদের জন্য গ্যালাক্সি এস২৩ সিরিজ থেকে সুখবর থাকতে পারে। আর সেটা নতুন সিরিজের স্মার্টফোনের দামের ক্ষেত্রে। সম্ভবত অন্যান্য রেজিওন থেকে তুলনামূলকভাবে কম দামে ভারতের কাস্টমাররা নতুন স্মার্টফোন ক্রয় করতে পারবেন।
আগামী পহেলা ফেব্রুয়ারিতে একটি জাঁকজমকপূর্ণ ইভেন্টের মাধ্যমে গ্যালাক্সি এস২৩ সিরিজ লঞ্চ করা হবে। তবে কিছু রেজিওনে নতুন সিরিজের স্মার্টফোনের দাম ইন্টারনেট ফাঁস হয়ে গেছে। তাছাড়া বিভিন্ন অঞ্চলে স্মার্টফোনের দাম কত হতে পারে তা নিয়ে সম্প্রতি বেশ আলোচনা চলছে।
এর আগে samsung galaxy s22 সিরিজের দাম যা ছিল তার সাথে সামঞ্জস্য রেখেই হয়তো নতুন স্মার্টফোনের দাম নির্ধারণ করা হয়েছে। ভারতের বাজারে galaxy s23 এর স্ট্যান্ডার্ড এডিশনের দাম হতে পারে ৭৯৯ ডলার। ভারতীয় মূল্যের অর্থ দাঁড়ায় ৬৫ হাজার রুপি।
এই স্মার্টফোনটির র্যাম হবে আট জিবি এবং স্টোরেজ হবে ১২৮ জিবি। অন্যদিকে samsung galaxy s23 প্লাস স্মার্টফোনের দাম হতে পারে ৯৯৯ ডলার। সেক্ষেত্রে ভারতীয় মূলে এটির দাম হবে ৭৯ হাজার টাকা। তবে আপনাকে সবথেকে বেশি অর্থ খরচ করতে হবে গ্যালাক্সি এস২৩ আল্ট্রা স্মার্টফোনের জন্য।
এ ফোনের দাম হতে পারে প্রায় ১ হাজার ১৯৯ ডলার। ভারতীয় অর্থে যার দাম দাঁড়ায় ৯৫ হাজার রুপি। এর আগে নতুন সিরিজের স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন নিয়ে অনেক তথ্য ইতিমধ্যে ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে।
যদি আপনার স্টাইলাস পেন ভালো লাগে তাহলে আল্ট্রা স্মার্টফোনটি ক্রয় করতে পারেন। Samsung Galaxy S স্মার্টফোনের আলট্রা মডেল এ দুটি টেলিফোটো লেন্স থাকে এবং একই সাথে স্টাইলাস পেনের সাপোর্ট পাওয়া যায়। samsung এর অন্য মডেলের স্মার্টফোনে এ ধরনের ফিচার পাওয়া সম্ভব নয়। আগ্রহী ক্রেতারা আশা করছেন যে, samsung galaxy s23 সিরিজে যুগান্তকারী পরিবর্তন আনা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।