এর মূলে আছে দুটি ঘটনা। প্রথম ঘটনাটি ইন্দোনেশিয়ার বালির এক হোটেলে ঘটে। হোটেলটি থেকে শ্যাম্পু-সাবান, তোয়ালে, হেয়ার-ড্রায়ার, এমনকি পেইন্টিং পর্যন্ত সুটকেসে ভরে নিয়ে যাওয়ার সময় এক ভারতীয় পরিবার কর্মীদের কাছে ধরা পড়ে।
তাদের জিনিসপত্র তল্লাশি এবং চরম লজ্জা ও অস্বস্তির মুহূর্ত মোবাইল ফোনে ধারণ করা হয়। এই ভিডিও ভারতে ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে। তল্লাশির সময় সুটকেসটি থেকে হোটেলটির জিনিসপত্র বের করার সময় পরিবারের একজনকে বারবার বলতে শোনা যায়, আমরা এগুলোর দাম মিটিয়ে দেবো।
তার জবাবে হোটেলের ম্যানেজার বলেন, বিষয়টা তাদের সম্মানের, পয়সার নয়! ভিডিওটির শেষদিকে পরিবারটির একজন জ্যেষ্ঠ সদস্যকে এক হোটেল কর্মীর কাঁধে হাত রেখে অন্যদিকে সরিয়ে নিয়ে যেতে দেখা যায়। তিনি খুব সম্ভবত তাকে ম্যানেজ করার চেষ্টা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।