তিন দিন আগে আফগানিস্তান সীমান্তের কাছে ওত পেতে সামরিক বাহিনীর বহরে হামলা চালানো ৩০ জঙ্গিকে নিরাপত্তা বাহিনী হত্যা করেছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।
মঙ্গলবার খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই জেলায় পাকিস্তানি সামরিক বহরের ওপর ওই হামলায় ৯ সেনা ও দুই কর্মকর্তা নিহত হয়। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলাটির দায় স্বীকার করে নিয়েছিল।
হামলায় জড়িত টিটিপির ৩০ সদস্যের সবাইকে নিরাপত্তা বাহিনী হত্যা করেছে বলে শুক্রবার পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে দাবি করা হয়েছে, বলছে বার্তা সংস্থা রয়টার্স।
‘বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে তীব্র গুলি বিনিময়ের পর সন্ত্রাসী হামলাটিতে জড়িত ভারতীয় মদদপুষ্ট ৩০ খারিজির (জঙ্গি) সবাইকে নরকে পাঠিয়ে দেওয়া হয়েছে।’ বলা হয়েছে বিবৃতিতে।
ওরাকজাইয়ের জামালা মায়া এলাকায় অভিযানটি হয়েছে বলে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে ডন।
মে-তে কয়েক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েছিল দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।