জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিদেশে, বিশেষ করে ভারতীয় মিডিয়ায় অপতথ্য ছড়ানো হচ্ছে জানিয়ে তা রুখতে দেশের সবার প্রতি জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
শফিকুল আলম বলেন, ‘ইদানিং আমরা লক্ষ করছি যে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে (শিল্প পরিসরে) অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস দেখা যাচ্ছে। এটির অনেকাংশ খুব অ্যাগ্রেসিভলি (আগ্রাসীভাবে) করছে ইন্ডিয়ান (ভারতীয়) মিডিয়া। এর জন্য জাতীয় ঐক্য তৈরি করে আমাদের বলতে হবে, তোমরা (ভারতীয় মিডিয়া) এসো, দেখ এখানে কী হচ্ছে।
পাশাপাশি নিজেদের জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখানে আমাদের দেশের ইমেজের প্রশ্ন আছে। তাই আমাদের সবাই মিলে একসঙ্গে এই অপতথ্যের প্রচারণার বিরুদ্ধে নামতে হবে।’
এক্ষেত্রে দেশের গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘আমাদের পত্রিকাগুলোকেও আহ্বান করব, বাংলাদেশকে নিয়ে ভয়ানকভাবে যে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো তারা যেন কম্পাইল (সংকলন) করে। এটা তাদের জাতীয় দায়িত্ব বলে আমি মনে করি।’
প্রেস সচিব বলেন, আগস্ট মাসের শেষের দিকে অধ্যাপক ইউনূসের সঙ্গে (ভারতের প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদির কথা হয়। আগস্ট মাসেও কিছু অপতথ্য ছড়ানো হয়েছিল। তার আলোকে ড. ইউনূস নরেন্দ্র মোদিকে ভারতের সাংবাদিকদের বাংলাদেশে এসে পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘আমি ও আমার সহকর্মীরাও ভারতীয় সেনাবাহিনী ও মিডিয়ার সঙ্গে কথা বলছি, তাদের বাংলাদেশে এসে সবকিছু দেখে যাওয়ার আহ্বান করছি।’
প্রেস সচিব বলেন, ‘অনেক ক্ষেত্রে তারা (ভারতীয়রা) যে তথ্যগুলো পাচ্ছে, তা তাদের সঙ্গে যুক্তদের কাছ থেকে নেওয়া। অনেক ক্ষেত্রে নামছাড়াই তথ্য নিচ্ছে।… আমরা বৈশ্বিক মানবাধিকার সংস্থাকেও আহ্বান জানাই। আপনারা এসে দেখে যান এখানে কী হচ্ছে। আমরা আমাদের সবকিছুতে স্বচ্ছ, কিন্তু অনেকে চোখ-কান বন্ধ করে দেখেও না দেখা, শুনেও না শোনার ভান করছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।