জুমবাংলা ডেস্ক : ঢাকায় ভারতীয় হাইকমিশন সম্প্রতি চ্যান্সারি প্রাঙ্গণে আয়ুর্বেদ দিবস উদযাপন করেছে। অনুষ্ঠানে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন রাসেল, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীসহ আয়ুর্বেদ এবং অলটারনেটিভ মেডিসিনের সঙ্গে সম্পর্কিত প্রায় ৮৫ জন উপস্থিত ছিলেন।
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (শিক্ষা ও কনস্যুলার), রাজিন্দর সিং, অংশগ্রহণকারী এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. একেএম আমিরুল মুর্শেদ, মহাপরিচালক, মেডিকেল অ্যাডুকেশন; ডা. হাবিবুর রহমান, ডিরেক্টর হোমিও অ্যান্ড ট্র্যাডিশনাল মেডিসিন; ডা. মো. আবু জাহের, লাইন ডিরেক্টর অল্টারনেটিভ মেডিসিন কেয়ার; ডা. মো. গাউসুল আজিম চৌধুরী, ডেপুটি ডিরেক্টর অল্টারনেটিভ মেডিসিন; ডা. স্বপন কুমার দত্ত প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
বিশ্বের সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ এটি, ভুলেও কারও সামনে দেখবেন না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।