টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। দিনের শুরুতে আর্দ্রতার বাড়তি সুবিধা নিতেই এই সিদ্ধান্ত। তার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে দুর্দান্ত সূচনাও এনে দেন পেসাররা। প্রথম সাত ওভারে মাত্র ৯ রান দিয়ে নিয়েছেন এক উইকেট।
ঘটনা ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে। বোলিং প্রান্তে সাকিব, ব্যাটিং প্রান্তে সাক্সেনা। ব্যাট সোজাসুজি চালানোয় বোলার সাকিবের হাতেই জমা পড়ে। সাকিব বল নিয়েই আগ্রাসীভাবে স্টাম্প লক্ষ্য করে থ্রো করেন, সাক্সেনা সরে না গেলে তার মাথায় লাগতো। এরপরই শুরু হয় বাদানুবাদ। শেষ পর্যন্ত আম্পায়ারকে হস্তক্ষেপ করতে হয়।
শুরুতেই ভয় পেয়ে যাওয়া অভিষেক দুই রানের বেশি করতে পারেননি। অভিষেক দাসের বলে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।
সাকিবের এমন আগ্রাসী মনোভাব শুরুতেই ভারতীয়দের মনোবল ভেঙে দেয়। যার চাপ পড়ে খেলায়ও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ভারতের সংগ্রহ মাত্র ৫৯ রান। ক্রিজে আছেন জয়সওয়াল (৩৫) ও তিলক ভার্মা (১৬)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।