স্পোর্টস ডেস্ক : দিল্লির দূষিত বায়ু নিয়ে চলছে হরেক আলোচনা। এরই মাঝে আবার মূল সিরিজের প্রস্তুতিও চলছে পুরোদমে। মুখে মাস্ক লাগিয়েই ব্যাটিং-বোলিং অনুশীলন করে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা। আগামী রোববার সিরিজের প্রথম ম্যাচ খেলবে দুই দল।
তবে ম্যাচের একদিন আগে দুঃসংবাদ এসেছে ভারতীয় শিবিরে। অনুশীলনে ব্যাটিং প্র্যাকটিস করার সময় ঊরুর ইনজুরিতে পড়েছেন টি-টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। দিল্লির নেটে থ্রো ডাউনে ব্যাটিং করার সময় এ চোট পান তিনি। একটি বল সরাসরি আঘাত হানে ঊরুর অরক্ষিত জায়গায়।
আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে নেট ছেড়ে ড্রেসিংরুমে চলে যান রোহিত। তার অবস্থা দেখে বুঝাই যাচ্ছিল এমন কিছুর জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। যেই গতিতে বলটা তাকে আঘাত হানে সেটিও খুব একটা মানতে পারেননি রোহিত।
বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে সামাল দেয়ার জন্য এ সিরিজে নুয়ান নামক একজন বাঁহাতি থ্রো ডাউন স্পেশালিস্ট নিয়োগ দিয়েছে ভারত। তার আচমকা এক থ্রো’তেই আঘাত পান রোহিত। যার ফলে আর প্র্যাকটিসে যোগ দিতে পারেননি তিনি।
তবে তার এই আঘাতকে খুব একটা গুরুতর বলছে না ভারতীয় টিম ম্যানেজম্যান্ট। রোহিত আপাতত প্রাথমিক চিকিৎসা নিয়ে বিশ্রামে আছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


