জুমবাংলা ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর ভারতীয় সীমান্তে সাইদুর রহমান (২৪) নামের বাংলাদেশি এক যুবকের লাশ ভাসছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার (২২ মার্চ) দুপুরের দিকে ১২০৩ পিলার বারেকটিলা সংলগ্ন যাদুকাটা নদীতে ভারতীয় অংশে লাশটি ভাসতে দেখেন বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা। সাইদুর রহমান উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন বারেকটিলার লাকড়ি ব্যবসায়ী হাবিবুর রহমান ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুর রহমান ভোরে যাদুকাটা নদীতে কয়লা সংগ্রহ করতে যায়। তবে তার সঙ্গে কে বা কারা ছিল আর কীভাবে মারা যায় তা জানা যায়নি।
এ বিষয়ে লাউড়ের গড় বিজিবি নায়েক সুবেদার রাজ্জাক গণমাধ্যমকে বলেন, ‘বেলা ১১টা ২০মিনিটে আমাদের সোর্সদের মাধ্যমে জানতে পারি যে ভারতীয় সীমান্তে বাংলাদেশি এক যুবকের ভাসমান লাশ পাওয়া গেছে। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে এখন কোনো কিছু জানায়নি আমাদের।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।