 আন্তর্জাতিক ডেস্ক: আশঙ্কা ছিল আগেই, সেই মতো গতকাল ভারতের পশ্চিম উপকূল দেখেছ ঘূর্ণিঝড় তাউটের তাণ্ডব। যত সময় যাচ্ছে, তত বিধ্বংসী হয়ে উঠছে তাউটে।
আন্তর্জাতিক ডেস্ক: আশঙ্কা ছিল আগেই, সেই মতো গতকাল ভারতের পশ্চিম উপকূল দেখেছ ঘূর্ণিঝড় তাউটের তাণ্ডব। যত সময় যাচ্ছে, তত বিধ্বংসী হয়ে উঠছে তাউটে।
সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ তা আছড়ে পড়ে। ইতিমধ্যেই সেই সব অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছেন, ‘‘ল্যান্ডফলের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। চলবে আগামী তিন’ঘন্টা ধরে।’
রাত ৯টা ১৫ নাগাদ আও একটি টুইটে জানানো হয়, ‘ঘূর্ণিঝড়ের চোখ ইতিমধ্যেই স্থলভাগে ঢুকে পড়েছে।
খবরে বলা হয়, পোরবন্দর, ভাবনগর জেলার মহুভার নিচু এলাকা থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে আনা হয়েছে। এখানেই তীব্র গতিতে আছড়ে পড়বে তউটে। এমনকি ধস নামার আশংকা রয়েছে বহু জায়গায়।
ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও গুজরাটের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫৪টি দলকে উপকূলবর্তী নিচু এলাকাগুলিতে পাঠানো হয়েছে। জুনাগড়, গির সোমনাথ, সৌরাষ্ট্র, কচ্ছ, দিউ, পোরবন্দর, দ্বারকা, আমরেলি, রাজকোট ও জামনগরে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মুম্বাইয়ের অদূরে মোতায়েন ৩টি যুদ্ধজাহাজ
হিন্দুস্তান টাইমস জানায়, ভারতীয় নৌবাহিনী মুম্বাইয়ের অদূরে দুটি বার্জ নৌকা থেকে ৪০০ জনেরও বেশি লোককে উদ্ধারের জন্য ৩টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


