অবৈধভাবে ভারতে প্রবেশের পর আটক হওয়া দুই বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় বিলোনিয়া সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়।
ফেরত আসা দুই যুবক হলেন—ঢাকার রামপুরের খিলগাঁও এলাকার মো. হাবিবুল হকের ছেলে মো. মারশাফিউল হক (৩১) এবং কক্সবাজারের ঝাউতলা এলাকার মো. জাফর আহমদের ছেলে মাজহারুল ইসলাম (২১)।
জানা গেছে, রোববার দুপুরে তারা স্থানীয় এক দালালের সহায়তায় অবৈধ পথে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে। পরে দুই বাহিনীর মধ্যে যোগাযোগের পর বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশি দুই নাগরিককে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, “রোববার বিকেলে দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।”
বিজিবি সূত্রে জানা গেছে, দালালদের প্ররোচনায় সীমান্ত পারাপারের এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। তবে পতাকা বৈঠকের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ উপায়ে এসব সমস্যা সমাধানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ঘনিষ্ঠভাবে কাজ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।