
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে একদিনে রেডর্ক সংখ্যক ব্যক্তি করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। যদিও এদিনই কেন্দ্রীয় সরকার দাবি করেছে, তারা করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে সমর্থ্য হয়েছেন।
দ্য হিন্দু জানায়, শুক্রবার দেশটিতে রেকর্ড ১ হাজার ৭৫২ জনের করোনা ‘পজিটিভ’ এসেছে যা এক দিনের হিসাবে সর্বোচ্চ সংখ্যক।
শনিবার সকাল নাগাদ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৪৯৪ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৭৮১ জন। আক্রান্তদের ২০ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় চেন্নাই, হায়দারাবাদ, আহমেদাবাদ এবং সুরাটের অবস্থা ‘খুবই মারাত্মক’।
সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সময়মতো লকডাউনের সিদ্ধান্ত নেওয়ায় করোনার বিস্তারের লাগাম টেনে ধরা গেছে। অন্যথায় বর্তমানে দেশটিতে এক লাখের মতো মানুষ করোনায় আক্রান্ত হতে পারতেন।
সর্বশেষ করোনা পরিস্থিতি পর্যালোচনা, ইতোমধ্যে নেওয়া পদক্ষেপ এবং পরবর্তী করণীয় ঠিক করতে সোমবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিকে এই বৈঠকের আগে জোরদার হয়েছে লকডাউনের মেয়াদ বৃদ্ধির জল্পনা। শোনা যাচ্ছে, আগামী ১৬ মে পর্যন্ত লকডাউন বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



